ট্রফি জয় , বিশ্বরেকর্ডে পৌঁছনো এ সবের পরও ছুটি কাটানোর সময় সে ভাবে পাচ্ছেন না ঝুলন গোস্বামী৷ মঙ্গলবার শহরে ফিরেছেন দক্ষিণ আফ্রিকা থেকে৷ আর ক’দিন পরই বিশ্বকাপের ক্যাম্প শুরু মুম্বইয়ে৷ ঠিক একমাস পর ডার্বি কাউন্টিতে ২৪ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু ঝুলনদের বিশ্বকাপ অভিযান৷ সে দিকে চোখ রেখে মঙ্গলবার বিকেলে ফোনে একান্ত সাক্ষাত্কার দিতে গিয়ে ভারতের এক নম্বর পেসারের স্বীকারোক্তি , ‘এই ট্রফি জয় এবং বিশ্বরেকর্ডের জন্য অনেকটা খোলা মনে খেলতে পারব বিশ্বকাপে৷ এটাই বড় ব্যাপার৷ ’
যদিও তিনি মনে করিয়ে দিচ্ছেন , ‘রেকর্ডের জন্য খেলি না আমি৷ সব সময়ই ভালোবাসা আর প্যাশন নিয়ে ক্রিকেটটা খেলেছি৷ সে জন্যই হয়তো মাইলস্টোনগুলোতে পৌঁছতে পেরেছি৷ ’ সঙ্গে জুড়ে দিচ্ছেন , ‘টিম স্পোর্টসে ব্যক্তিগত রেকর্ড খুব বড় হয়ে দাঁড়ায় না৷ কিন্ত্ত যদি মন দিয়ে খেলা চালিয়ে যাওয়া যায় , তা হলে আপনা থেকেই এই সব রেকর্ড হয়ে যায়৷ ’ দক্ষিণ আফ্রিকাকে চতুর্দেশীয় টুর্নামেন্টের ফাইনালে রবিবারই হারিয়েছে ভারত৷ সেই ম্যাচেও তিন উইকেট ছিল ঝুলনের৷ মূলত বোলারদের দাপটেই ওই ম্যাচ জেতে ভারত৷ ঝুলনের মতে , জয়টা মানসিক ভাবে চাঙা করলেও , ইংল্যান্ডে বিশ্বকাপ সম্পূর্ণ আলাদা৷ তাঁকে বলতে শোনা যায় , ‘ইংল্যান্ডে খেলতে গেলে মানসিক ভাবে অনেকটা শক্তিশালী হতে হবে৷ তা ছাড়া তাড়াতাড়ি মানিয়ে নিতে হবে ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে৷ যারা যত দ্রুত ওই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবে , তারাই সফল হবে৷ ’ সুইং বোলিং এবং মেঘলা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে টিম ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু দিন আগেই ইংল্যান্ডে পৌঁছনোর৷ ঝুলনের কথায় , ‘আমরা ১১ জুন ইংল্যান্ডে পৌঁছে যাচ্ছি৷ টুর্নামেন্ট শুরুর ১২ -১৩ দিন আগেই৷ আমাদের লক্ষ্য ওখানে পৌঁছে কয়েকটা ম্যাচ খেলা৷ ওই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে৷ ’
ঝুলন খুশি ঠিক বিশ্বকাপের আগেই ভারতের মেয়েরা দুর্দান্ত পারফর্ম করায়৷ বলছিলেন , ‘আমাদের টিমের সবচেয়ে ইতিবাচক দিক এখন কম বয়সি ক্রিকেটাররা৷ ওদের অনেকেই ম্যাচ উইনার৷ দক্ষিণ আফ্রিকাতেও ম্যাচ জিতিয়েছে৷ যাদের যে ভূমিকা দেওয়া হচ্ছে , তারা সেটা পালন করছে৷ ’ সঙ্গে জুড়ে দেন , ‘ইংল্যান্ডেও এই ব্যাপারটা জরুরি৷ নিজেরা যা প্ল্যান করব , মাঠে গিয়ে সেটা ঠিকঠাক পালন করতে হবে৷ ’ ১৯ বছরের দীন্তি শর্মা ৩১৮ রান করে টুর্নামেন্টের টপ স্কোরার হয়েছেন৷ দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার পুনম রাউত বিশ্বকাপের প্রথম টিমে ঢোকার বড় দাবিদার৷ শিখা পান্ডে ৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী , ঝুলনের (৮ ) ঠিক আগে৷
আবার দীন্তি বল হাতে ছ’টি উইকেটও নিয়েছেন৷ একতা বিস্ত নিয়েছেন সাতটি উইকেট৷ দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স নিয়ে তাঁর মন্তব্য , ‘ওখানকার বাউন্সি উইকেটে আমরা দারুণ পারফর্ম করেছি৷ অনেক দিন ধরে এই টুর্নামেন্টের প্রস্ত্ততি নিয়েছিলাম৷ টিমের অনেকেই ব্যক্তিগত ভাবে যা পারফরম্যান্স করেছে , সেটা টিমকে দারুণ সাহায্য করেছে৷ ’তবে বিশ্বকাপ আলাদা টুর্নামেন্ট৷ যেখানে ইংল্যান্ডের কন্ডিশনে ধারাবাহিক পারফর্ম করতে হবে৷ ঝুলনের আশা , ‘ক্রিকেট এক বলের খেলা৷ তাই দক্ষিণ আফ্রিকায় যা হয়েছে সেটা ইংল্যান্ডেও হবে সেটা বলা যায় না৷ কিন্ত্ত এই টিমটা একসঙ্গে অনেক দিন খেলছে৷ আশা করব , আমরা বিশ্বকাপেও ভালো কিছু করতে পারব৷ ’
No comments:
Post a Comment