শেষ হল আইপিএল টেন। কী পেলাম, কী পেলাম না? খোঁজ করলেন রণদেব বসু।
আইপিএল টেন-এ আমার কাছে অন্তত অপ্রান্তির চেয়ে প্রাপ্তির সংখ্যাই বেশি৷ ফাইনালে মুম্বই -পুনের রূদ্ধশ্বাস ম্যাচটাকেও আমি প্রান্তির বাইরে রাখতে পারব না৷ এত কম রান নিয়ে মুম্বই বোলারদের লড়াই , যেটা আগের দিন আমার লেখায় বলেছিলাম৷ সেটা মিলে যেতে সত্যিই খুব ভালো লাগছে৷
প্রথমে ব্যক্তিগত কয়েকজন ক্রিকেটারকে নিয়ে কথা বলতে চাই৷ যাদের এই আইপিএলের আগে প্রায় কেউই চিনত না৷
ওয়াশিংটন সুন্দর৷ আমি মনে করি , এই আইপিএল নতুন একজন স্পিনার উপহার দিয়ে গেল ভারতীয় ক্রিকেটে৷ মাত্র ১৭ বছরের ছেলে৷ সামনে উজ্জ্বল ভবিষ্যত্ পড়ে রয়েছে৷ ছেলেটাকে দেখে খুব আত্মবিশ্বাসী এবং পরিণত মনে হল৷ প্লে অফে মুম্বইকে হারিয়ে পুনেকে ফাইনালে তোলার ক্ষেত্রে ওর অবদানই সবচেয়ে বেশি৷ অশ্বিন ছিল না৷ পরে ইমরান তাহিরও চলে যায়৷ ঠিক সময়ে টিমের জন্য ঠিক কাজটা করল ওয়াশিংটন৷ উইকটে পেয়েছে মাত্র আটটা৷ কিন্ত্ত উইকেটের সংখ্যা দিয়ে ওকে বিচার করলে চলবে না৷
রাহুল ত্রিপাঠি৷ এ বারের আইপিএলে পুনের রাহুল অন্যতম আবিষ্কার৷ স্ট্রাইক রেট খুব ভালো৷ বুকে হাত রেখে বলুন তো , আইপিএলের আগে এই ক্রিকেটারের নাম কেউ সে ভাবে জানত ? ২৬ বছর বয়স৷ ওকে তাড়াতাড়ি ব্যবহার করতে হবে৷ ছেলেটার হাতে টি -টোয়েন্টি ম্যাচের জন্য বড় স্ট্রোক রয়েছে৷ রাহুলের উপর এখন নজর রাখা যেতে পারে৷
শ্রেয়স আইয়ারও রানার মতো তিনশো রান টপকেছে৷ বিগ হিট করতে পারে৷ ছেলেটাকে খুব ডাকাবুকো লাগল৷ আত্মবিশ্বাস প্রচুর৷ এই ব্যাচটাকে ভবিষ্যতের জন্য তৈরি করতে পারলে ভালো৷
জয়দেব উনাদকাটের নাম তো বলতেই হবে৷ দেশের হয়ে টেস্ট -ওয়ান ডে খেলা উনাদকাট এই আইপিএলের আবিষ্কার নিশ্চয়ই নয়৷ তবে এ বার ও না থাকলে পুনের ফাইনালে ওঠা সম্ভব হত না৷ ২৪ উইকেট মুখের কথা নয়৷ ছেলেটার হাতে প্রচুর বৈচিত্র্য রয়েছে৷ এই আইপিএল ওকে অনেকটা আত্মবিশ্বাস দিয়ে গেল৷ দেশের হয়ে ভালো খেলার ইচ্ছেটাও বাড়িয়ে দিল৷ বেসিল থাম্পি , মহম্মদ সিরাজরাও দারুণ বল করেছে৷
এই আইপিএলে প্রান্তি ভারতের দাপট৷ এর আগে , বিদেশিরা ডমিনেট করেছে বেশ৷ সেখানে এ বার ভারতীয়দের দাপট শুধু নয় , তরুণ ভারতীয় ক্রিকেটারদের দাপট দেখলাম৷
আফগানিস্তানের রশিদ খানকে খুব ভালো লাগল৷ ও অবশ্যই প্রান্তি৷ শুধু ১৭ টা উইকেট নিয়েছে বলে নয় , ও খুব বুদ্ধিমান বোলার৷ রান আটকাতে জানে৷ অনেকগুলো ম্যাচেই মোক্ষম সময়ে কম রান দিয়ে ম্যাচ ঘুরিয়েছে৷ সেখানে উইকেট নেওয়াটা বড় ভূমিকা নয়৷ রান আটকানোর দরকার ছিল৷ সেটা করেছে রশিদ৷
ঋষভ পন্থের কথা তো বলতেই হবে৷ কেন ওকে ধোনির উত্তরসূরি বলা হচ্ছে , এই আইপিএলে সেটা ঋষভ প্রমাণ করেছে৷ হার্দিক -ক্রুণালও ভালো খেলল৷
এ বার অপ্রান্তির তালিকায় আসি৷
লিখতে না ইচ্ছে করলেও বিরাট কোহলির নামটা লিখতেই হচ্ছে৷ আইপিএল টেন নিশ্চয়ই ও যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে চাইবে৷ গতবার যতটা ভালো ছিল , এ বার ততটাই খারাপ হল৷ এটাই ক্রিকেট ! যে খেলাটা বিরাটের মতো ব্যাটসম্যানকেও ছেড়ে কথা বলে না !খুব খারাপ ফিল্ডিং দেখলাম৷ প্রচুর ক্যাচ পড়ল৷ ফিল্ডিং হল তলোয়ারের মতো৷ রোজ শান দিতে হয়৷ কিন্ত্ত দেখে মনে হল , টিমগুলো প্র্যাক্টিসে শুধু ব্যাটিং আর বোলিং প্র্যাক্টিসই করেছে ! ফাইনালেও শেষ মুহূর্তে হার্দিক ক্যাচ ফেলে প্রায় ডুবিয়ে দিচ্ছিল৷ যদিও ক্যাচটা কিছুটা কঠিন ছিল৷ তার আগে হার্দিক সহজ ক্যাচ ফেলেছে রাহানের৷ গোটা টুর্নামেন্টেই এমন অজস্র ক্যাচ পড়েছে , যেগুলো পাড়া ক্রিকেটেও হবে না !আইপিএলের প াঁচ বছরের মাথায় অনেক বদল এসেছিল৷ অনেক তারকা সরে গিয়েছিল৷ আমরা এক সময় সচিন -সৌরভ -দ্রাবিড় -লক্ষ্মণ -কুম্বলের মতো কিংবদন্তিদের সরে যেতে দেখেছি আইপিএল থেকে৷ এ বার এগারো তম আইপিএলে অনেক নামী তারকা খসে যাবে৷ সেই তালিকায় গেইল , ওয়াটসন , জাহির , হরভজন , মালিঙ্গারা থাকবে বলেই মনে হয়৷
No comments:
Post a Comment