NewsBar24-Tips-news For You

বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক , ফানি ভিডিও , ভাইরাল সংবাদ , বিনদন সংবাদ এবং অন্যান্য বিষয়ক টিপস এবং বিজ্ঞান এর সংবাদ দেয়া হবে শুধু আপনাদের জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন

Thursday, May 25, 2017

‘বেচুবাবু’ শোয়েব আখতার, কিনছেন ওয়াসিম আক্রম! মাঝে একটি মুরগি!!


একজন ছিলেন ইয়র্কার বোলিংয়ের রাজা। আরেকজন ১৪০ কিলোমিটারের নীচে বল করতেন না। ক্রিকেট দুনিয়ার অন্যতম সেরা দুই ফাস্ট বোলার। পাকিস্তানের দুই গর্ব – ওয়াসিম আক্রম এবং শোয়েব আখতার। আজ লড়াই করছেন একটি মুরগি নিয়ে!
চমকে গেলেন? ঘটেছে কিন্তু এমনই। তবে টিভির পর্দায়। পাকিস্তানের এক বিজ্ঞাপনে মুরগি নিয়ে লড়তে দেখা যাবে দুই ক্রিকেট তারকাকে। ‘জিও খেলো পাকিস্তান’ ভিডিওতে একসঙ্গে দেখা গেছে দুই প্রাক্তন তারকা ক্রিকেটারকে।

ভিডিওতে ৪ লাখ টাকার ঋণ শোধ করতে আক্রমকে একটি মুরগি দেন শোয়েব। বলেন, ‘সোনার ডিম দেবে।’ আক্রমও সেই অপেক্ষাতেই বসে থাকেন। কিন্তু, সোনার ডিম আর মেলে না। এরপরই শোয়েবের উপর রেগে যান আক্রম। রেগে গিয়ে তিনি কী করেন, দেখুন ভিডিও-তে। Click Here .....

ভিডিওটি নিজের ট্যুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন শোয়েব আখতার। ক্রিকেটের রাওয়ালপিন্ডি এক্সপ্রেস কিন্তু অভিনয়ের জন্য বেশ প্রশংসা পাচ্ছেন নেটদুনিয়ায়। তবে ভাইরাল হওয়া ভিডিওতে সারপ্রাইজ হলেন ওয়াসিম আক্রম। আওয়াজ পালটে যেভাবে তিনি একজন মহাজনের অভিনয় করছেন, তা প্রশংসনীয়।

No comments:

Post a Comment

>