NewsBar24-Tips-news For You

বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক , ফানি ভিডিও , ভাইরাল সংবাদ , বিনদন সংবাদ এবং অন্যান্য বিষয়ক টিপস এবং বিজ্ঞান এর সংবাদ দেয়া হবে শুধু আপনাদের জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন

Thursday, May 25, 2017

পাকিস্তানের সঙ্গে যুদ্ধ নয় ক্রিকেট: কোহলি


‘উত্তেজনা সবসময় থাকবেই। কিন্তু, ভুলে গেলে চলবে না, এটা ক্রিকেট খেলা। আর কিছু নয়।’ বক্তা ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিষয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ। কুলভূষণ জাধব থেকে সীমান্ত সন্ত্রাস – পড়শি দুই দেশের সম্পর্কের ক্রমশ অবনতি ঘটছে। স্বাভাবিক ভাবেই এমন সময়ে ২২ গজের যুদ্ধের উত্তেজনাও আলাদা থাকবে। কিন্তু, প্রতিপক্ষ পাকিস্তানকে নিয়ে আলাদা উত্তেজনা চান না বলেই স্পষ্ট করলেন বিরাট।


আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি। লিগে গ্রুপ বি-তে একসঙ্গে রয়েছে ভারত ও পাকিস্তান। সঙ্গে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। আগামী ৪ জুন মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ক্রিকেট দুনিয়ায় এই দুই দেশের ম্যাচের গুরুত্ব সবসময়ই আলাদা। কিন্তু, এর প্রভাব টিমের খেলোয়াড়দের মধ্যে পড়ুক, তা চান না কোহলি।

তাই মুম্বইতে সাংবাদিক বৈঠকে পাকিস্তান প্রসঙ্গ উঠতেই ওই মন্তব্য করেন ভারত অধিনায়ক। সঙ্গে আরও বলেন, ‘বদলা নিতে আমি মাঠে নামে না। ম্যাচ জিততে নামি।’ তবে শুধু পাকিস্তান নয়, কোহলি জানান, গ্রুপ বি-তে থাকা সব দেশকেই গুরুত্ব দিচ্ছে মেন ইন ব্লু।



২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। এবছর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে প্রবেশ করছে কোহলি অ্যান্ড কম্পানি।

No comments:

Post a Comment

>