অবশেষে প্রিয়াঙ্কা চোপড়া র ডেবিউ হলিউড ছবিটি মুক্তি পাবে৷ ‘বেওয়াচ ’ অর্থাত্ সেই ছবির মুক্তির আগের প্রেস কলফারেন্সটি হয়ে গেল লস অ্যাঞ্জেলেস শহরে৷সেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া আর ডোয়েন জনসন সহ আরও যাঁর e ছবিটিতে অভিনয় করেছেন , তাঁরা৷
যদিও ‘কোয়ান্টিকো ’য় অভিনয় করে প্রিয়াঙ্কা এখন আমেরিকার অন্যতম ফেভারিট জনপ্রিয় নায়িকা , তা সত্ত্বেও , ‘বেওয়াচ ’ যে তাঁর কাছে হলিউডে বড় পর্দায় ডেবিউ হিসেবে খুবই জরুরী , তা মুখে অত পরিষ্কার ভাবে না বললেও , ভাবভঙ্গীতে বেশ বোঝাচ্ছেন প্রিয়াঙ্কা , পদে , পদে৷ এই যেমন মায়ামির সমুদ্রতটে বিকিনিতে সূর্যের তাতকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেওয়া৷ এবং তাই নিয়ে আমেরিকান এবং ব্রিটিশ ট্যাবলয়েডগুলোর প্রচণ্ড মাতামাতি৷ এমনকি তাঁর বিকিনি বডি , তিনি সেই পোশাকে কতটা স্বতঃস্ফূর্ত, সে সব নিয়ে আলোচনা কিছু কম হচ্ছে না ভারতীয় বা আন্তর্জাতিক মিডিয়াতে৷
এ হেন প্রিয়াঙ্কাকে আমেরিকার এক টেলিভিশন অনুষ্ঠানে জিজ্ঞাসা করা হয়েছিল তাঁর কি নিজেকে ‘সেক্সি ’ লাগে বিকিনি পরে৷ এখানে ‘সেক্সি ’ মানে কাঙ্খিত আবার একই সঙ্গে আকর্ষক৷
প্রিয়াঙ্কা উত্তরে যা বলেছিলেন , তা একেবারেই সহজ সরল৷ তিনি বলেছিলেন ‘শেষ যখন বিকিনি পরে আয়নার সামনে দাঁড়িয়েছিলাম , তখনই আমার নিজেকে ‘সেক্সি ’ লেগেছিল৷ কিন্ত্ত বিকিনি পরে সমুদ্রতটে যেতে আমার সত্যিই একটু কেমন কেমন লাগে৷ একটু লজ্জাই লাগে৷ ’তিনি জানিয়েছেন আসলে সব জায়গায় সমুদ্রে তো স্বাভাবিক লাগার কথাও নয় সকলের সামনে বিকিনি পরে৷ জায়গা , পারিপার্শ্বিকতাকে তো মানানসই হতে হবে৷ ‘যেমন মিয়ামি বিচ৷ ওখানে মোটেই অদ্ভুত লাগে না ,’ জানিয়েছেন তিনি৷
কিন্ত্ত বিকিনির পাশাপাশি ম্যানচেস্টারে আরিয়ানা গ্রান্ডের কনসার্টের বাইরে বিস্ফোরণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি কথা বলতে কসুর করেননি৷ এমনিতে ট্যুইটারে লিখেছেন ‘আরিয়ানা গ্রান্ডের এবং সেখানে যাদের আঘাত লেগেছে তাদের সবার জন্য প্রর্থনা করছি৷ এসব কী হচ্ছে ....’ ‘বেওয়াচ ’-এর সাংবাদিক বৈঠকে এসেও তিনি বলেছেন , ‘ওখানে যারা ছিল , তারা তো সবাই বাচ্চা ছেলেমেয়ে৷ এ সব কী ভুলভাল হচ্ছে ! এমন পৃথিবীই কি আমরা আমাদের বাচ্চাদের দিয়ে যেতে চাই ?’
No comments:
Post a Comment