NewsBar24-Tips-news For You

বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক , ফানি ভিডিও , ভাইরাল সংবাদ , বিনদন সংবাদ এবং অন্যান্য বিষয়ক টিপস এবং বিজ্ঞান এর সংবাদ দেয়া হবে শুধু আপনাদের জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন

Thursday, May 25, 2017

মেয়েদের নিয়ে কুরুচিকর মন্তব্য, Tweet Banned অভিজিত্‍


হ্যাঁ, ভারতীয় সংবিধান দেশের সব নাগরিককে বাক-স্বাধীনতা দিয়েছে। তবে তার মানে এই নয় যে কোনও ব্যক্তি বিনা প্ররোচনায় অন্য কোনও ব্যক্তিকে প্রক্যাশ্যে অপমান করবেন, বা তাঁর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করবেন। বলিউডের খ্যাতনামা গায়ক অভিজিত্‌ ভট্টাচার্য অবশ্য নিজেকে এই উচিত-অনুচিতের ঊর্ধ্বে মনে করায় তাঁকে সোশ্যাল মিডিয়া ট্যুইটারে নিষিদ্ধ করা হল।

তিনি প্রায়ই ট্যুইটারে মহিলাদের বিরুদ্ধে অপমানকর পোস্ট করতেন। ২২ মে জেএনইউ-এর ছাত্র নেতা শেহলার নামে ট্যুইট করে অভিজিত্‍ বলেন, ‘শুনতে পাচ্ছি ২ ঘণ্টার জন্যে টাকা নিয়েও খদ্দেরকে সন্তুষ্ট করতে পারেননি তিনি। এটা একটা বড় র‌‌্যাকেট।’

এই মন্তব্যে তোলপাড় হয়ে যায় নেট দুনিয়ে। এর জেরেই ট্যুইটার থেকে নিষিদ্ধ করে দেওয়া হল অভিজিত্‍ ভট্টাচার্যের ট্যুইটার অ্যাকাউন্ট।

সাম্প্রতিক অতীতে বহুবার বহু বিতর্কের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। বলা ভাল বিতর্কের মধ্যে থাকতেই তিনি ভালোবাসেন। কখনও তিনি সলমন খানের সমর্থনে ফুটপাথবাসীদের কুকুরের সঙ্গে তুলনা করেছেন, কখনও করণ জোহরের সঙ্গে পাকিস্তানের ফওয়াদ খানের বিশেষ সম্পর্ক রয়েছে বলে কুত্সঙ’ ছড়িয়েছেন আবার কখনও বলিউডের প্রথম সারির অভিনেতা পরিচালকদের দালাল বলেছেন। তবে কিছুদিন আগে লেখিকা অরুন্ধতি রায়ের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য তিনি করেন তার জেরে বিভিন্ন মহলে ওঠে সমালোচনার ঝড়। ট্যুইটারে ক্রমাগত অবমাননাকর ভাষা ব্যবহারের জন্যে অভিজিত্‍ ভট্টাচার্যের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে মিডিয়া থেকে শুরু করে সেলেব মহল।

No comments:

Post a Comment

>