NewsBar24-Tips-news For You

বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক , ফানি ভিডিও , ভাইরাল সংবাদ , বিনদন সংবাদ এবং অন্যান্য বিষয়ক টিপস এবং বিজ্ঞান এর সংবাদ দেয়া হবে শুধু আপনাদের জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন

Thursday, October 5, 2017

OMG গাড়ির শো রুমে কী করছিল চিতা

OMG গাড়ির শো রুমে কী করছিল চিতা

চণ্ডীগড়: তিনি যে কী করতে ঢুকেছিলেন তা কেউ বুঝতে পারছে না। গুটিগুটি পায়ে ঘুরঘুর করছিলেন। ইতিউতি চেয়ে দেখছিলেন। বড়সড় চিতা বাবাজির এমন কান্ডে হতচকিত সবাই। তিনি কি গাড়ি কিনতে মারুতি শো রুমে ঢুকে পড়েছিলেন ?
ঘটনা হরিয়ানার মানেসর এলাকায়। এখানকার মারুতি শো রুমের সিসিটিভি-তে ধরা পড়েছে চিতার ঢুকে পড়ার ছবি। তারপর হইহই ব্যাপার।
খবর পেয়ে বনবিভাগের কর্মীরা চলে আসেন। এরপর চল চিতার সঙ্গে কুস্তাকুস্তির পালা। ১০০ বনকর্মী হাঁফিয়ে গেলেন। তখনও চিতা নিজের মনে গাড়ি দেখে চলেছে। শেষপর্যন্ত ঘুমপাড়ানি গুলিতেই গাড়ি কেনায় ক্ষান্ত দিলেন চিতা বাবাজি।
ঘুমিয়ে পড়তেই তাকে বস্তাবন্দি করা হয়। ঘটনার সময় মানেসরের মারুতি শো রুম ঘিরে রাখে পুলিশ। এভাবে চিতা ডুকে যাওয়ায় উদ্বিগ্ন কর্তৃপক্ষ। কেন যে সেটা ঢুকেছিল তা বুঝতে পারা যায়নি। সম্প্রতি গুরুগ্রামে এক চিতার উত্‍পাত বেড়েছিল।

পরে তাকে মেরে ফেলেন এলাকাবাসী।

No comments:

Post a Comment

>