NewsBar24-Tips-news For You

বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক , ফানি ভিডিও , ভাইরাল সংবাদ , বিনদন সংবাদ এবং অন্যান্য বিষয়ক টিপস এবং বিজ্ঞান এর সংবাদ দেয়া হবে শুধু আপনাদের জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন

Saturday, October 28, 2017

জাকির নায়েকের সম্পত্তি জব্দের প্রক্রিয়া শুরু

ভারতের ‘ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি’ (এনআইএ) বৃহস্পতিবার একটি বিশেষ আদালতে বিশিষ্ট ইসলামপ্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগনামা দাখিল করেছে। তার বিরুদ্ধে তরুণদের সন্ত্রাসী কার্যক্রমে প্ররোচিত করা, বিদ্বেষমূলক বক্তব্য প্রচার এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বৈরিতা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। খবর সাউথ এশিয়ান মনিটরের। এক এনআইএ কর্মকর্তা বলেন, ‘আমরা জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগনামা দাখিল করেছি।’ বর্তমানে বিদেশে থাকা ৫১ বছর বয়স্ক জাকির নায়েকের বিরুদ্ধে এনআইএ সন্ত্রাসী কর্মকর্তা ও অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে। তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে তরুণরা সন্ত্রাসী হামলা চালিয়েছে, এমন অভিযোগের পর ২০১৬ সালের ১ জুলাই তিনি ভারত থেকে চলে যান। এনআইএ ২০১৬ সালের ১৮ নভেম্বর ভারতীয় দণ্ড-বিধির বিভিন্ন ধারার আলোকে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। তার মুম্বাইভিত্তিক এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) নিষিদ্ধ করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জাকির নায়েকের বিরুদ্ধে বক্তব্যের মাধ্যমে বিদ্বেষ ছড়ানো, সন্ত্রাসীদের অর্থ প্রদান, কোটি কোটি রুপি পাচারের অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন জাকির নায়েক। জাকির নায়েকের সম্পত্তি জব্দের প্রক্রিয়া শুরু প্রখ্যাত ইসলামপ্রচারক জাকির নায়েকের সম্পত্তি জব্দ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। সংস্থাটি শুক্রবার জানায়, জাকির নায়েক অপরাধী ঘোষিত হয়েছেন এবং তার সম্পত্তি জব্দ করার প্রক্রিয়া শুরু হয়েছে। বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, সম্প্রতি মুম্বাইয়ের একটি বিশেষ আদালত জাকির নায়েককে অপরাধী ঘোষণা করে। এরপর তার সম্পত্তি জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে। এনআইএ তার বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টি এবং অর্থ পাচারের অভিযোগ এনেছে। এনআইএ ২০১৬ সালের ১৮ নভেম্বর তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করে। জাকির আবদুল করিম নায়েক ইসলামপ্রচারক হিসেবে বিখ্যাত। তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি। তিনি ‘কমপারেটিভ রিলিজিয়ন’ পিস টিভি চ্যানেলেরও প্রতিষ্ঠাতা। তার এই টিভির দর্শকের সংখ্যা ১০ কোটিরও বেশি। ইন্ডিয়ান এক্সপ্রেসের ২০১০ সালের সবচেয়ে প্রভাবশালী ১০০ ভারতীয়ের মধ্যে জাকির নায়েক ছিলেন ৮৯ নম্বরে। ২০০৯ সালে ছিলেন ৮২ নম্বরে। ভারতের হয়রানির কারণে জাকির নায়েককে নাগরিকত্ব দিল সৌদি সরকার ভারত সরকারের হয়রানির শিকার হয়ে গত বেশ কিছু দিন যাবত বিদেশে অবস্থান করছেন ইসলাম প্রচারক ডা. জাকির নায়েক। এমন পরিস্থিতিতে তাকে নাগরিকত্ব প্রদান করেছে সৌদি আরব। ‘সন্দেহভাজন সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করে গত মাসে জাকির নায়েককে গ্রেপ্তার করতে ভারত সরকারের পক্ষ থেকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানা জারির সময় জাকির মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। এরপর তিনি ভারতে না ফেরার সিদ্ধান্ত নেন। প্রায় ৫ বছর আগে মালয়েশিয়া সরকার জাকির নায়েককে স্থায়ী রেসিডেন্সি পারমিট দিয়েছিল। বর্তমান জাকির সৌদিতে অবস্থান করছেন এবং বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সরাসরি হস্তক্ষেপে তাকে নাগরিকত্ব প্রদান করা হয়েছে। ভারতের পাসপোর্ট কর্তৃপক্ষ সম্প্রতি জাকির নায়েকের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেয়। এমতাবস্থায় সৌদিতে অবস্থানরত ডা. নায়েককে ভারতে ফেরত পাঠাতে বাধ্য থাকতো সৌদি সরকার। কিন্তু নাগরিকত্ব দেয়ার ফলে এখন তাকে ভারত সরকারের চাহিদা মতো জন্মভূমিতে ফেরত পাঠাতে বাধ্য থাকবে না সৌদি আরব। ৫১ বছর বয়সী এই ইসলাম প্রচারকের বিরুদ্ধে ভারত সরকার অভিযোগ তুলে, ঢাকার গুলশানে আর্টিজান হোটেলের হামলাকারীরা জাকির নায়েকের বক্তব্য থেকে ‘অনুপ্রেরণা’ নিয়েছিল। যদিও ভারত সরকারের এমন অভিযোগ ‘উদ্দেশ্যমূলক’ বলে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচিত হয়েছে।

No comments:

Post a Comment

>