ছয় বছরের ছাত্রীকে স্কুলের বাথরুমে ধর্ষণ, হরিয়ানার পর এবার শিরোনামে দিল্লি
হরিয়ানার পর এবার দিল্লি। খুনের পর এবার ধর্ষণ। রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে ছাত্রকে যৌন নিগ্রহ করে গলা কেটে হত্যা করা হয়েছিল। যে ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। এবার পাশের রাজ্য দিল্লিতে এক বেসরকারি স্কুলে ছয় বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির একটি স্কুলে। ঘটনায় এক হাউস কিপিং স্টাফকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, কয়েকমাস আগেই সে এই স্কুলে কাজে যোগ দেয়।
সারা দেশে স্কুল ছাত্রছাত্রীরা কতটা অসুরক্ষিত তা এই ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। দিল্লির সব স্কুলে নিরাপত্তা আরও জোরদার করা হলেও তা যে যথেষ্ট নয় তা ফের একবার প্রমাণিত হল।
বুধবার বিকেলে ঘটনাটি সামনে আসে। প্রথম শ্রেণির ছাত্রীটি বাথরুমে যায়। সেখানে শিশুদের সাহায্য করার জন্য যে মহিলার থাকার কথা তিনি ছিলেন না। এক পুরুষ হাউস কিপিং স্টাফ শিশুটিকে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। ঘটনার পরই মেয়ে দৌড়ে ক্লাসরুমে পালিয়ে আসে বলে মা অভিযোগ করেছেন।
দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে বলে বাড়ি ফিরে শিশুটি মা-কে জানায়। তারপরই পরিবারের তরফে স্কুলে এসে ঘটনা জানানো হয় ও পুলিশে খবর দেওয়া হয়। মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা ধর্ষণ বলে নিশ্চিত করেছেন। ধর্ষণ বাদেও শিশুর বিরুদ্ধে যৌন নির্যাতনমূলক পকসো আইনে মামলা করা হয়েছে।
source: oneindia.com
No comments:
Post a Comment