NewsBar24-Tips-news For You

বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক , ফানি ভিডিও , ভাইরাল সংবাদ , বিনদন সংবাদ এবং অন্যান্য বিষয়ক টিপস এবং বিজ্ঞান এর সংবাদ দেয়া হবে শুধু আপনাদের জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন

Saturday, April 22, 2017

আঁশযুক্ত খাবারে এত গুণ ! Fiber food is so good!

আঁশ হলো খাবারের সেই অংশ, যা পরিপাক হয় না এবং খাদ্য গ্রহণের পর অবশেষ হিসেবে জমা হয়ে মল তৈরি করে। পুষ্টি রক্ষায় তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করলেও স্বাস্থ্য রক্ষায় খাবারে আঁশের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ।
আঁশের গুরুত্ব:
১. দেহের অতিরিক্ত চর্বি নিষ্কাশনে সহায়তা করে।
২. মলের পরিমাণ বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্যসহ বৃহদান্ত্রের বিভিন্ন রোগ যেমন: কোলন ক্যানসার, পাইলস, কোলাইটিস, অ্যাপেন্ডিসাইটস প্রভৃতি রোগ প্রতিরোধে সহায়তা করে।
৩. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে।
৪. কোলন ক্যানসার নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
৫. খাদ্যের আঁশ স্তন ক্যানসার প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের প্রতিদিন কমপক্ষে ৪০ গ্রাম আঁশ গ্রহণ করা উচিত। তবে অতিরিক্ত আঁশ আবার বিভিন্ন পুষ্টি উপাদান যেমন ক্যালসিয়াম, আয়রন ইত্যাদি শোষণে বাধা দেয়।
খোসাসহ নাশপাতি, খোসাসহ আপেল, বার্লি বা যবের দানা, মসুর ডাল, শিম, মটরশুঁটি, আস্ত ফল, শাকসবজি, খাদ্যশস্য, ডাল ইত্যাদি খাবারে আঁশ থাকে।
মায়ো ক্লিনিক।




English :-


Fiber is the part of the food that is not digested, and after eating the food, the stool is released as a remnant. Despite not playing an important role in preserving nutrients, preserving food fiber is very important.
The importance of fiber:
1. Helps in extra body fat extraction.
2. Increases the amount of moles and helps prevent diseases like colon cancer, piles, colitis, appendices, etc., of diseases of the colon, including constipation.
3. Helps in controlling diabetes.
4. Colon plays a role in cancer control.
5. Food fiber plays an important role in breast cancer prevention.
An adult healthy person should take at least 40 grams of fiber every day. However, excess fiber prevents the absorption of various nutrients such as calcium, iron etc.
Pears with pears, pears, apples, barley or barley, lentils, beans, peas, whole fruits, vegetables, cereals, pulses etc are fiber-free.
Mayo Clinic

No comments:

Post a Comment

>