হিমেল হাওয়া বদলে যাচ্ছে ভ্যাপসা গরমে। একটু বেলা হলে আর বেশি ক্ষণ রোদে দাঁড়ানো যাচ্ছে না। অর্থাৎ গ্রীষ্মকালের পূর্বাভাস। আর গরম মনেই ঘাম। তার সঙ্গে উপরি পাওনা ঘামাচি আর বিভিন্ন ত্বকের অ্যালার্জি।
এই সমস্যা থেকে রেহাই পাওয়ার অবশ্য কিছু ঘরোয়া উপায়ও আছে। আমাদের বাড়ির আশেপাশেই এমন কিছু গাছ আছে যেগুলো ওষুধের মতোই দ্রুত কাজ করে ত্বকের সমস্যা নিয়ন্ত্রণে আনে। কী সেগুলো দেখে নিন:
লেবু : লেবু প্রায় সব বাঙালি বাড়িতেই থাকে। লেবুর অ্যান্টি-ইনফ্লামেটরি গুণ জ্বালাভাব কমায়। ত্বকের যে জায়গায় সমস্যা হচ্ছে সেখানে একটা পাতিলেবুর রস লাগিয়ে দিন।
তুলসী : গ্রামের দিকে এখনও বাড়ির চারপাশে আগাছার মতোই জন্মে থাকে তুলসীগাছ। তাছাড়া বাড়িতে বাড়িতে তুলসীর পুজো করারও রীতি রয়েছে। তুলসীতে ইউজেনল নামে এক ধরনের রাসায়নিক আছে। তুলসীর রস বা তুলসী পাতা ফোটানো জল ওই অংশে লাগান।
পুদিনা : প্রচুর পরিমাণে মেনথল আছে পুদিনাতে। র্যাশের উপর পুদিনার রস লাগালে সেই অংশটা খুব ঠাণ্ডা হয়ে যায় এবং আরাম দেয়।
ফলের খোসা : ফল খাওয়ার পর খোসা না ফেলে লাগিয়ে নিতে পারেন অ্যালার্জির উপরে। কলা এবং তরমুজের খোসা অ্যালার্জির জন্য বিশেষ উপকারী
অ্যালোভেরা : অ্যালোভেরা পাতার মাঝ বরাবর কেটে ভিতরের জেলির মতো অংশটা অ্যালার্জির উপরে ঘষে লাগান। উপকার পাবেন।
English :-
Heel air is going to change in vaasasa summer. If it is a little late then it will not be able to stand in the sunshine. That's the summer forecast. Sweat and sweat Along with her, all skin acne and other skin allergies.
There are some domestic ways to get rid of this problem. There are some trees around our home that work quickly like drugs to control skin problems. Take a look at:
Lemon: Lemon is in almost all Bengali homes. Lemon anti-inflammatory quality reduces irritation. Apply a spleen juice to the place where skin is in trouble.
Tulsi: Tulsi paddy is still grown in the village as weeds are grown around the house. Besides, there is a custom of worshiping Tulsi at home. Tulsi has a chemical called Eugenol. Tulsi juice or tulsi leaves add boiling water to that part.
Mint: There are plenty of methyls in the basin. When the juice of mint juice is on the rash, it becomes very cold and gives comfort.
Fruit capsicum: After eating fruit, you can put it on top of allergies without leaving it. Special beneficial for banana and watermelon allergy
Aloe Vera: Aloe vera cut across the middle of the surface and rub the inner jelly like allergen. Get benefits
No comments:
Post a Comment