আমাদের সমাজে যৌণবিষয়ক আলোচনা যেন ব্রাত্য। কিন্তু দাম্পত্য জীবনেযৌণ রোগএকটি বড় সমস্যা। এ বিষয়ে সম্যক জ্ঞানের অভাব দাম্পত্য জীবনে কলহ ডেকে আনতে পারে। কোনো কোনো ক্ষেত্রে বিবাহ-বিচ্ছেদ পর্যন্ত ঘটাতে পারে।
সংসারে নিত্য মন কষাকষিতো আছেই। স্বামী-স্ত্রীর মধ্যে যৌণতার সম্পর্ক স্বাভাবিক একটি প্রক্রিয়া। কিন্তু এ ক্ষেত্রে দুজনের কারো যদি সমস্যা থেকে থাকে সেটার জন্য ব্যবস্থা নেয়া আবশ্যক। শুধু যে ওষুধ খেয়েই রোগ তাড়াতে হবে-বিষয়টা কিন্তু এমনও নয়। খাবারের মেন্যুতে কিছু পরিবর্তন আনলেও আমরা পেতে পারি সঠিক দাওয়াই।
কৃত্রিম পন্থায় যৌনশক্তি বাড়াতে ভায়াগ্রা নিয়ে আলোচনা-সমালোচনার অন্ত নেই। এ নীলাভ ট্যাবলেটটির পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও অনেক বিতর্ক রয়েছে। তবে বিজ্ঞানীরা শেষ পর্যন্ত পার্শ্ব-প্রতিক্রিয়াহীন প্রাকৃতিক ভায়াগ্রার সন্ধান দিয়েছেন। জিনিসটি আর কিছু নয়, আমাদের অতি পরিচিত তরমুজ। বিজ্ঞানীরা দাবি করেছেন, ভায়াগ্রার মতোই কার্যকর এই ফল।
যে ২টি খাবার খেলে শরীরেযৌনশক্তি বাড়ে বহুগুণ !
সম্প্রতি টেক্সাস এ অ্যান্ড এম ইউনি-ভার্সিটির গবেষকরা বলেন, নতুন গবেষণায় প্রমাণিত হয়েছে, যারা যৌণশক্তির দিক থেকে অক্ষম বা দুর্বল, তাদের সক্ষমতার জন্য তরমুজই প্রাকৃতিক প্রতিষেধক। অর্থাৎ তাদের এখন থেকে আর ভায়াগ্রার পেছনে অর্থ না ঢেলে তরমুজে আস্থা রাখলেই চলবে। তারা গবেষণার পর বিস্ময়কর ফল দেখতে পান, একটি তরমুজে সিট্রোলিন নামের অ্যামাইনো এসিডের পরিমাণ এত বেশি, যা আগে বিজ্ঞানীরা ধারণাও করতে পারেননি।
কারণ বিজ্ঞানীরা মনে করতেন, সিট্রোলিন সাধারণত ফলের অখাদ্য অংশেই বেশি থাকে। বিনু পাতিল বলেন, তরমুজে সিট্রোলিন আছে, এটা আমাদের জানা কথা। কিন্তু এটা জানতাম না, সিট্রোলিনের পরিমাণ তাতে এত বেশি থাকতে পারে। গবেষকরা ব্যাখ্যা দিয়ে বলেন, মানবদেহ সিট্রোলিনকে আর-জিনিনিন নামের যৌগ পদার্থে রূপান্তরিত করে। আরজিনিনিন হচ্ছে ভিন্ন মাত্রার অ্যামাইনো এসিড, যা নাইট্রিক এসিডের অগ্রদূত হিসেবে কাজ করে। আবার নাইট্রিক এসিড দেহের রক্তবাহী শিরা বা ধমনির প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আর রক্তবাহী শিরা বা ধমনির প্রসারণের কারণেই মানুষের বিশেষ অঙ্গটি সক্রিয় হয়। আর ভায়াগ্রাও দেহের নাইট্রিক এসিডকে সক্রিয় করার মাধ্যমে কৃত্রিম পন্থায় দেহে জৈবিক উত্তেজনা সৃষ্টি করে। গবেষকরা আশা করছেন, তরমুজের ভায়াগ্রা-গুণটি নিয়ে বিশ্বের অন্য গবেষকরা এগিয়ে আসবেন। তবে তারা এ গবেষণার ফলকে সবাই এক বাক্যে এখনো মেনে নেননি। তারা এ নিয়ে আরও গবেষণা করতে চান।
দি জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিন’-এর প্রধান সম্পাদক ইরউয়িন গোল্ডস্টেইন বলেন, বিশেষ অঙ্গের উত্তেজনার জন্য অবশ্যই নাইট্রিক এসিড দরকার। কিন্তু বেশি করে তরমুজ খেলেই তা প্রাকৃতিকভাবেই একই কাজটি করে দেবে, এটা এখনো অকাট্যভাবে প্রমাণিত নয়।
অবশ্য গবেষকরা এখনো নিশ্চিত করে বলতে পারেননি, জৈবিক তাড়না সৃষ্টি করতে একজন অক্ষম লোককে দিনে ঠিক কত পরিমাণ তরমুজ গিলতে হবে। এ নিয়েও তারা
English :-
In our society, discussions of genetic issues should be shown in verses: But it is a big problem in a married life. The lack of knowledge in this regard can cause conflict in a married life. In some cases, divorce may lead to separation.
There is always the stress of everyday life in the world. The relation between sexual relations between husband and wife is a process of normalization. But in this case, action should be taken for both of them to have problems. It is not only medicine but it is not only medicine but it is not. Even though we have made some changes to the food menu, we can get right calls.
There is no end to criticism and criticism of Viagra to increase sexual power in artificial ways. There are also many debates about the side effects of this blue tablet. However, scientists finally found the side-reactionless natural violet. The thing is nothing, our very familiar watermelon. Scientists have claimed that this fruit is as effective as Viagra.
Two foods that increase the power of the body multiplied!
Recently, researchers from Texas A & M Uni-Varsity said that new research has proven that those who are unable or weak in the field of genetic ability, watermelon is the natural antidote for their ability. That is, they do not have the money behind the Viagra and now they will continue to believe in watermelon. After the research they found amazing results, the amount of amino acids named Citrolin in a watermelon is so much that scientists previously could not even imagine.
Because scientists thought that Citrrolin is usually more in the fruit of the fruit. Binu Patil said that we know that citroline is in watermelon, it is known to us. But I did not know, the amount of Citriline may have so much in it. Researchers explained that the human beings transformed Citriline into compounds called R-geneinin. Arginine is a different amino acid, which acts as a precursor to nitric acid. Again nitric acid plays an important role in the expansion of blood vessels of the body.
And due to the expansion of blood vessel or artery, the special organ is made active. And Viagra also creates biological tension in the body by artificial means by activating nitric acid in the body. Researchers hope that other researchers in the world will come forward with Vaigra-quality of watermelon. However, they did not accept all the results of this study yet. They want to do more research on this.
Irwin Goldstein, chief editor of The Journal of Sexual Medicine, said that the need for nitric acid for special organs. But playing watermelon more than it will naturally do the same thing, it is not yet unimportant.
However, the researchers still can not say for sure, how much of the watermelon people have to swallow in the day to create biological persecution. They are also about
No comments:
Post a Comment