NewsBar24-Tips-news For You

বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক , ফানি ভিডিও , ভাইরাল সংবাদ , বিনদন সংবাদ এবং অন্যান্য বিষয়ক টিপস এবং বিজ্ঞান এর সংবাদ দেয়া হবে শুধু আপনাদের জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন

Wednesday, May 24, 2017

প্রবীণ বিজ্ঞানীরা হেরে গেলেন নবীনদের কাছে!


এটা আজকাল কোন ব্যাপারই নয়। অনেক জ্ঞানী গুণী বিজ্ঞানীরাও হেরে গিয়েছেন নিতান্তই নবীন তরুণদের ঝলকের কাছে। কিন্তু তাই বলে নিতান্তই একটি ভিডিও গেমের মাধ্যমে! উহু ব্যাপারটি ঠিক কেমন যেন ঠেকছে। তবে জানা যাক আসল রহস্যটি কি।
Foldit নামক একটি গেম খেলার মাধ্যমে কয়েকজন অভিজ্ঞ বিজ্ঞানী হেরে গিয়েছেন তরুণদের কাছে। এই গেমটির উপজীব্য বিষয় ছিল পাজলের মাধ্যমে প্রোটিন মেলাতে হবে একটি আরেকটির সাথে। এর ফলে নতুন যে প্রোটিন উৎপন্ন হবে, তা ব্যবহার করা হবে আলঝেইমার রোগীদের চিকিৎসার কাজে।
দুজন প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ এবং ৬১ জন আন্ডারগ্রাজুয়েট সাহায্য করেছিলেন বিজ্ঞানীদের এই দলটিকে যাতে তারা নবীন এই তরুণদের আগে প্রোটিন পাজলটি মিলিয়ে ফেলতে পারেন। কিন্তু না, বিস্ময়কর হলেও সত্য, তারা পারেন নি।
প্রোটিনের প্রশ্নটিকেও হেলাফেলা করা যাবে না কারণ এই গেমটির মাঝে লুকিয়ে আছে আলঝেইমার রোগীদের চিকিৎসার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। যদি মেডিকেল গবেষণায় ভালোমত এটি নিয়ে গবেষণা করা হয় তবে বিজ্ঞানীরা আশাবাদী, এই গেমের ফলাফল থেকেই ভালো কিছু পাওয়া সম্ভব।
বিজ্ঞানীরা কিন্তু তরুণদের কাছে হেরে যাওয়াতে মোটেই রাগ করেন নি কিংবা ক্ষুণ্ণ হন নি। মিশিগান বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক হারুতো ফাকুদা বলেন,
‘আমরা চাই তরুণরাই ভবিষ্যতের হাল ধরুক। তাদের দিকেই তো তাকিয়ে আছে গোটা পৃথিবীবাসী। আর তরুণদের কাছে হেরে যাবার চাইতে আনন্দের কিছুই নেই। আমাদের তাকিয়ে থাকতে হবে সামনের দিক। এর কারণ হচ্ছে, দিন যতই যাচ্ছে মানুষের বেঁচে থাকাটা আরো কঠিনতর হয়ে যাচ্ছে।’
আলঝেইমার রোগটি সম্পর্কে আর নতুন করে বলার কিছু নেই। একটি পর্যায়ে এসে মানুষ ভুলে যেতে থাকে সব কিছু। এই রোগটি সাধারণত বয়স্কদের বেশি হয়ে থাকে। বিজ্ঞানীরা তাই চেয়েছিলেন এমন একটি গেম তৈরি করতে যার ফলে নতুন এক ধরণের প্রোটিন আবিষ্কার করা যাবে ‘মজায় মজায়’। এখানেই বাজিমাত করে দিয়েছেন তরুণেরা।

সূত্রঃ মেডিকেল সায়েন্স জার্নাল

No comments:

Post a Comment

>