NewsBar24-Tips-news For You

বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক , ফানি ভিডিও , ভাইরাল সংবাদ , বিনদন সংবাদ এবং অন্যান্য বিষয়ক টিপস এবং বিজ্ঞান এর সংবাদ দেয়া হবে শুধু আপনাদের জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন

Wednesday, May 24, 2017

নতুন রক্তের গ্রুপের সন্ধান পেলেন চিকিৎসকরা


এ, বি, এবি, ও— রক্তের এ সব গ্রুপ সম্পর্কে তো আমরা পরিচিতও।এমনকী, বিশ্বের বিরতলতম রক্ত ‘বম্বে গ্রুপ’-এরও নাম কেউ কেউ জানি।এ ছাড়াও ২০১২ এবং ২০১৪ সালে ল্যাঞ্জেরেইস, আরএইচ, এইচএইচ ও এবিও গ্রুপের অস্তিত্ব পেয়েছিলেন চিকিৎসকরা।এ বার আরও একটি নতুন রক্তের গ্রুপের সন্ধান পেলেন চিকিৎসকরা।
কী সেই নতুন গ্রুপ? সম্প্রতি গুজরাতের সুরাতে চিকিৎসকরা এক ব্যক্তির শরীরে নতুন রক্তের গ্রুপের সন্ধান পান। তাঁদের দাবি, এখনও পর্যন্ত বিশ্বের কোথাও এই রক্তের গ্রুপ মেলেনি। ওই ব্যক্তির রক্তের নমুনা পরীক্ষা করার সময় অবাক হয়ে যান চিকিৎসকরা। কোনও গ্রুপের সঙ্গেই তাঁর রক্ত মিলছিল না। অবশেষে চিকিৎসকরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে ওই ব্যক্তির রক্তের নমুনা পরীক্ষা করতে পাঠান। তাঁরা জানান, এই নিয়ে এখনও গবেষণা চলছে।
যে ব্যক্তির শরীরে এই নতুন গ্রুপের সন্ধান পাওয়া গিয়েছে তাঁর পরিচয় গোপন রেখেছেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, গবেষণার স্বার্থেই তাঁর নাম প্রকাশ্যে আনা হচ্ছে না। চিকিৎসকরা আরও জানান, কোনও গ্রুপের সঙ্গে না মেলায় ওই ব্যক্তি কাউকে রক্ত দিতেও পারবেন না, আবার কারও কাছ থেকে নিতেও পারবেন না। নতুন ওই রক্তের গ্রুপের নাম দেওয়া হয়েছে ‘INRA’। চিকিত্সকরা জানান, দেশের প্রথম দুই অক্ষর এবং ওই ব্যক্তির নামের প্রথম দুই অক্ষর মিলিয়েই এই নামকরণ করা হয়েছে।

No comments:

Post a Comment

>