ট্যাক্সির চেয়েও কম খরচে ভারতীয়দের মহাকাশ ভ্রমণের পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এই ভ্রমণে একজন যাত্রীকে কিলোমিটার প্রতি ভাড়া গুণতে হবে বড়জোর সাত টাকা করে!
ইসরোর এক পদস্থ কর্তা বলেছেন, এটা আর ইসরোর ভাবনা-চিন্তার চৌহদ্দিতেই আটকে নেই। ওই প্রকল্পটি বাস্তবায়িত করার উদ্যোগ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মহাকাশকে বাণিজ্যিকভাবে ব্যবহারের প্রস্তুতি অনেক দিন আগেই নিতে শুরু করে ইসরো। প্রয়াত সাবেক রাষ্ট্রপতি বিজ্ঞানী এপিজে আবদুল কালামের বহু দিনের সেই স্বপ্নের সার্থক রূপায়ণ ঘটে যখন ফেব্রুয়ারিতে ৮২টি বিদেশি উপগ্রহ সহ একই সঙ্গে ১০৪টি উপগ্রহকে মহাকাশে পাঠায় ইসরো। এ বার মহাকাশকে আরো বেশি বাণিজ্যিক ভাবে ব্যবহার করতে চাইছে ইসরো, সাধারণ ভারতীয়দের জন্য সস্তায় মহাকাশ পর্যটনের ব্যবস্থা করে।
হিসেব কষে দেখা গিয়েছে, এলন মাস্কের ‘স্পেস-এক্স’ ও আমাজনের আসন্ন মহাকাশ পর্যটনের ঘোষিত স্কিমগুলির চেয়ে খরচের নিরিখে, তা অনেকটাই কম হবে। কিলোমিটার-পিছু খরচ পড়বে খুব বেশি হলে, সাত টাকা। সেই হিসেবে যাত্রীপিছু মহাকাশ পর্যটনের খরচ হবে কম-বেশি ১২ কোটি টাকা।
No comments:
Post a Comment