NewsBar24-Tips-news For You

বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক , ফানি ভিডিও , ভাইরাল সংবাদ , বিনদন সংবাদ এবং অন্যান্য বিষয়ক টিপস এবং বিজ্ঞান এর সংবাদ দেয়া হবে শুধু আপনাদের জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন

Wednesday, April 19, 2017

স্মার্টফোন কেড়ে নিচ্ছে পথচারীর প্রাণ!

স্মার্টফোন কেড়ে নিচ্ছে পথচারীর প্রাণ!
এতদিন অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে শারীরিক ও মানসিক বিভিন্ন অসুস্থতার কথা শোনা গিয়েছিল। এবার জানা গেল স্মার্টফোনে বুদ হয়ে থাকা প্রজন্ম নিজের মৃত্যুও ডেকে আনছে!
 
রাস্তা পার হওয়ার সময়টাতেও স্মার্টফোনে চোখ রেখে চলার কারণে যুক্তরাষ্ট্রে পথচারীর মৃত্যুর সংখ্যা বেড়েছে ব্যাপকভাবে। মার্কিন গভর্নরদের হাইওয়ে সেফটি অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী ২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় ৬ হাজার পথচারী নিহত হয়েছে যা ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। গত ছয় বছরে পথচারীর মৃত্যুর সংখ্যা বেড়েছে চারগুণ যার অন্যতম কারণ রাস্তা পাড়ি দেয়ার সময় মোবাইল ব্যবহার।
 
প্রতিবেদনে বলা হয়, পথচারীদের মৃত্যুর সংখ্যা বাড়ার অন্যতম কারণটি হচ্ছে ক্রমবর্ধমান স্মার্টফোন ব্যবহার। এই আসক্তির কারণে চালক ও পথচারী উভয়েই বেখেয়ালি হয়ে পড়ে। পথচারী নিহতের সংখ্যা বাড়ার অন্য কারণগুলো হচ্ছে, পেট্রলের দাম কমার অর্থনৈতিক উন্নয়নের কারণে অতিরিক্ত গাড়ির চাপ ও মাতাল অবস্থায় গাড়ি চালানো।
 
এর আগে যুক্তরাজ্যের রয়েল সোসাইটি ফর প্রিভেনশন অ্যাকসিডেন্ট বলেছিল, মোবাইলফোনকে বিপদজনক ধরণের চিত্তবিক্ষেপকারী হিসেব অভিহিত করে। সোসাইটির রোড সেফটি ব্যবস্থাপক নিক লয়েড বলেন, তরুণ ও কিশোরদের মধ্যে রাস্তায় চলাফেরা করার সময়ে ফোন ব্যবহার করার কারণে ব্যাপকভাবে দুর্ঘটনা ঘটছে। এটা কোনো কনভারসেশন (ফোন), গান শোনা বা বার্তা আদানপ্রদানের কারণে হয়ে থাকতে পারে। বিবিসি।

No comments:

Post a Comment

>