NewsBar24-Tips-news For You

বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক , ফানি ভিডিও , ভাইরাল সংবাদ , বিনদন সংবাদ এবং অন্যান্য বিষয়ক টিপস এবং বিজ্ঞান এর সংবাদ দেয়া হবে শুধু আপনাদের জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন

Wednesday, April 19, 2017

গুগল সার্চের ‘নলেজ গ্রাফ’ বাংলা ভাষায় চালু

গুগল সার্চের ‘নলেজ গ্রাফ’ বাংলা ভাষায় চালু
বাংলাভাষীদের সুবিধার জন্য নতুন তথ্য খুঁজে বের করতে বাংলায় ‘নলেজ গ্রাফ’ সুবিধা চালু করেছে সার্চ জায়ান্ট গুগল ।
 
গুগল বুধবার এক ঘোষণায় জানিয়েছে, তাদের গুগল সার্চে বাংলা ভাষাভাষীদের আরও উন্নত অনুসন্ধান অভিজ্ঞতা দিতে নলেজ গ্রাফ চালু করেছে। এছাড়াও গুগল অনুসন্ধানে এখন থেকে বাংলা জিজ্ঞাসার জন্য বানান সংশোধন সমর্থন করবে বলেও জানিয়েছে।
 
নলেজ সার্চ ব্যবহারকারীদের বস্তু, মানুষ এবং স্থানের সর্বাধিক তথ্য দেয়। গুগল নলেজ গ্রাফ এর মাধ্যমে গুগল বিভিন্ন তথ্য সংগ্রহ করে একটি নির্দিষ্ট অংশে প্রদর্শন করে যাতে ব্যবহারকারীরা মূল তথ্য সমূহ সার্চের মাধ্যমেই পেয়ে যায়। সার্চ ইঞ্জিন মার্কেটারদের জন্য সার্চ র‌্যাংকিং এবং ক্লিক রেট বৃদ্ধি করার জন্য অন্যতম উপায় এটি । অনেকে অবশ্য এটিকে নেতিবাচক ভাবে দেখেন কারণ অধিকাংশ তথ্য গুগল প্রদর্শন করার ফলে ব্যবহারকারী অনেক সময় সাইটে প্রবেশ করে না। 
 
গুগল আস্তে আস্তে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য বাংলা ভাষার এই নলেজ গ্রাফ চালু করা হবে। আর এই আপডেট ২০০ মিলিয়নেরও বেশি বাংলা ভাষাভাষীর গুগল অনুসন্ধানকে আরও সহজ করবে বলে গুগল এক বিবৃতিতে জানিয়েছে। 
 
প্রসঙ্গত গুগলের নলেজ গ্রাফ বর্তমানে ৪১টি ভাষায় রয়েছে। দ্যা টেক পোর্টাল।

No comments:

Post a Comment

>