মাইক্রো ব্লগিং সাইট টুইটার শুক্রবার একটি ঘোষণায় জানিয়েছে, নতুন আপডেটে টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল ছবিতে ডিফল্ট এগ অ্যাভাটার সরিয়ে নেয়া হয়েছে। আগে যারা প্রোফাইল ছবি দিতেন না তারা প্রোফাইলে রঙিন ব্যাকগ্রাউন্ডে সাদা ওভাল দেখতে পেতেন কিন্তু এখন সাদা ব্যাকগ্রাউন্ডে ধূসর একটি মাথার আকৃতি দেখা যাবে।
টুইটার এক ব্লগ পোস্টে জানিয়েছে, এই পরিবর্তন ব্যবহারকারীদের তাদের নিজের ছবি আপলোডে উত্সাহিত করবে। এ ছাড়াও এই পরিবর্তন পরিচয় গোপন ব্যবহারকারীদের করা হয়রানি, ট্রলিং এবং বুলিয়িং থেকে মুক্তি দিবে। আর রঙিন ডিমের পরিবর্তে নতুন ডিফল্ট প্রোফাইল ছবিতে জেনেরিক, ইউনিভার্সাল, সিরিয়াস, আনব্রানডেড, টেমপোরারি এবং ইনক্লুসিভ বৈশিষ্ট্যগুলো রয়েছে। সূত্র: সিনেট।
No comments:
Post a Comment