NewsBar24-Tips-news For You

বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক , ফানি ভিডিও , ভাইরাল সংবাদ , বিনদন সংবাদ এবং অন্যান্য বিষয়ক টিপস এবং বিজ্ঞান এর সংবাদ দেয়া হবে শুধু আপনাদের জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন

Saturday, October 28, 2017

নিষিদ্ধ ড্রাগ নিয়েছেন ভারতীয় ক্রিকেটার






ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত






নিষিদ্ধ ড্রাগ গ্রহণের অভিযোগ উঠেছে এক ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে। এক প্রেস বিজ্ঞপ্তিতে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) এ তথ্য প্রকাশ করেছ। ২০১৬ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তৃক ১৫৩ জন অ্যাক্রিডেটেট ক্রিকেটারের ডোপ টেস্ট করানো হয়েছিল।
ওয়াডার তালিকায় ২৪ জন বাংলাদেশি ক্রিকেটার আছেন। তাদের কেউই ডোপ টেস্টে পজেটিভ প্রমাণিত হননি। পাকিস্তানের ৫২ জন ক্রিকেটারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।
বিশ্ব ডোপ-বিরোধী সংস্থার (ওয়াডা) রিপোর্টে বলা হয়েছে, ১৫৩ জন ভারতীয় ক্রিকেটারের মধ্য থেকে একজনের ডোপ টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা ওয়াডা থেকে সেই ক্রিকেটারের নাম গোপন রাখা হয়েছে।
ওয়াডা থেকে জানানো হয়, নাম প্রকাশ না করা সেই ক্রিকেটারের মূত্রের নমুনায় নিষিদ্ধ মাদকের উপস্থিতির প্রমাণ মিলেছে। যে সময় ডোপ টেস্টে করানো হয়েছিল, সে সময় ভারতে রঞ্জি ট্রফি, দিলীপ ট্রফি, আইপিএল ও ইরানি ট্রফির মতো প্রতিযোগিতামূলক ক্রিকেট চলছিল। আর তাতে ধরে নেওয়া যায় সেই ক্রিকেটার এই টুর্নামেন্টগুলোতে অংশ নিয়েছিলেন।
তবে, তিনি জাতীয় দলের ক্রিকেটার কি না তা নিশ্চিত হওয়া যায়নি। যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ বিষয়ে কোন বার্তা দেয়নি তাতে এটুকু নিশ্চিত আন্তর্জাতিক ক্রিকেটের কোনো আসর চলাকালে এই ঘটনা ঘটেনি।
এর আগে ভারতীয় ক্রিকেটার হিসেবে অনূর্ধ্ব-১৯ দলের সাবেক বোলার প্রদীপ সাঙ্গওয়ান ডোপ টেস্টে পজেটিভ হয়েছিলেন। ২০১৩ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার সময় ডোপ পরীক্ষায় ধরা পড়েন তিনি।

No comments:

Post a Comment

>