NewsBar24-Tips-news For You

বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক , ফানি ভিডিও , ভাইরাল সংবাদ , বিনদন সংবাদ এবং অন্যান্য বিষয়ক টিপস এবং বিজ্ঞান এর সংবাদ দেয়া হবে শুধু আপনাদের জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন

Friday, April 21, 2017

সালমানের গলা জড়িয়ে ধরা এই ছোট মেয়েটি কে জানেন?


ছোট্ট এই বাচ্চাটির বয়সই এখন ২৭। কিন্তু আজও নায়ক তাঁকে কাছছাড়া করতে চান না। কারণ ভাইজানের বড় আদরের তিনি। কে এই ছোট মেয়েটি?
ছবিতে দেখা যাচ্ছে, ঘরোয়া পোশাকে সালমান বসে রয়েছেন। সালমানের গলা জড়িয়ে রয়েছে ছোট্ট একটি মেয়ে। তিনি সালমানের ছোট বোন অর্পিতা খান শর্মা। সম্প্রতি অর্পিতা নিজেই শেয়ার করেছেন এই ছবি। ছবিতে সালমান-অর্পিতা ছাড়াও পিছনে দেখা যাচ্ছে চশমা পরা সোহেল খানকে।
এমনিতেই সালমান-অর্পিতার ভাই-বোনের সম্পর্ক বেশ পরিচিত বলি-পাড়ায়। কিছুদিন আগেই অর্পিতার ছেলে আহিলের এক বছরের জন্মদিন উপলক্ষে সপরিবারে মলদ্বীপ বেড়াতে গিয়েছিলেন ভাইজান। সেখানে বান্ধবী লুলিয়াও ছিল।

No comments:

Post a Comment

>