NewsBar24-Tips-news For You

বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক , ফানি ভিডিও , ভাইরাল সংবাদ , বিনদন সংবাদ এবং অন্যান্য বিষয়ক টিপস এবং বিজ্ঞান এর সংবাদ দেয়া হবে শুধু আপনাদের জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন

Friday, April 21, 2017

এবার শাকিব-অপু প্রসঙ্গে রিয়াজ যা বললেন তা নিয়ে মিডিয়া জগতে তোলপাড়


গত দুই দিন যাবত অন্তর্জালজুড়ে চলছে শাকিব-অপুকে নিয়ে আলোচনা-সমালোচনা। তবে সারা দেশে মিডিয়াতে যতটা আলোচনায় হয়েছে শাকিব অপুকে নিয়ে, ততটাই মুগ্ধ করেছে তাদের নিষ্পাপ সন্তান আব্রাহাম খান জয়। ফুটফুটে আদুরে বাচ্চাটি দেখে সবাই মায়ায় পড়েছে। আর নিষ্পাপ সন্তান আব্রাহাম খান জয়ের দিক তাকিয়ে অপুকে মেনে নিতে বলেছেন অনেকে। তার মধ্যে একজন হলেন চিত্রনায়ক রিয়াজ।
একটি নিষ্পাপ সন্তানের আগামীদিন বাবা-মায়ের মমতায় পরিপূর্ণ ও আনন্দময় হোক এই মর্মে সবাইকে শাকিব-অপু প্রসঙ্গে ইলেক্ট্রনিক্স, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার ভাই-বোনদের কাছে নিবেদন করেছেন যাতে, শাকিব-অপুর সমস্যা তারাই সমাধান করতে পারেন। 
তিনি বলেন, ইলেক্ট্রনিক্স, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার ভাই-বোনদের কাছে নিবেদন, শাকিব-অপুর সমস্যা ওদেরকে সমাধান করতে দিন। দুর্দিনে শিল্পের পাশে থাকুন। কফিনের শেষ পেরেক মারাতে যেমন নেই কোনো আনন্দ, তদ্রুপ কারো পারিবারিক সমস্যা নিয়ে উপহাসের মাঝে নেই কোনো মহত্ত্ব। মহান আল্লাহপাক সবাইকে সুবুদ্ধি দান করুন।একটি নিষ্পাপ সন্তানের আগামীদিন হোক বাবা-মায়ের মমতায় পরিপূর্ণ ও আনন্দময়।

No comments:

Post a Comment

>