NewsBar24-Tips-news For You

বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক , ফানি ভিডিও , ভাইরাল সংবাদ , বিনদন সংবাদ এবং অন্যান্য বিষয়ক টিপস এবং বিজ্ঞান এর সংবাদ দেয়া হবে শুধু আপনাদের জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন

Saturday, May 20, 2017

এক ঘণ্টার জন্য স্তব্ধ হলো হোয়াটস অ্যাপ

এক ঘণ্টার জন্য স্তব্ধ হলো হোয়াটস অ্যাপ


গত বুধবার সন্ধ্যায় এক ঘণ্টার জন্য বন্ধ হয়ে গেল সমগ্র বিশ্বে সবচেয়ে প্রচলিত অনলাইন চ্যাটিং অ্যাপ হোয়াটস অ্যাপ। বুধবার সন্ধ্যায় ৫টা থেকে ৬টা বন্ধ ছিল অ্যাপসটি। হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, এই এক ঘণ্টায় তাদের কাছে জমা পড়েছে প্রায় এক বিলিয়ন অভিযোগ।
ঠিক দুইসপ্তাহ আগে একই ভাবে বন্ধ হয়ে গিয়েছিল আরও একটি প্রসিদ্ধ অনলাইন চ্যাটিং অ্যাপ মেসেঞ্জার। মালয়েশিয়া থেকে স্পেন, ব্রিটেন সমস্ত দেশ থেকে এই এক ঘণ্টায় অভিযোগের পাহাড় জমা পড়েছে হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষের কাছে। অন্যান্য প্রতিযোগী মেসেঞ্জিং অ্যাপ গুলির চেয়ে অনেক কম খারাপ হয় হোয়াটস অ্যাপ।
হোয়াটস অ্যাপের ডাউন ডিটেক্টর জানিয়েছে, জমা পড়া অভিযোগ গুলির মধ্যে ৫৬ শতাংশ কানেকশন বিষয়ে। ৩২ শতাংশ গ্রাহক জানিয়েছেন লগইন করতে অসুবিধা হচ্ছে।

No comments:

Post a Comment

>