ডেড সি বা মৃত সাগর – যেখানে চাইলেও মানুষ ডুবে যেতে পারেনা, ডুবে মরার রেকর্ড নেই (ভিডিও)
মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান ও ফিলিস্তিন (বর্তমান ইসরায়েল) এর সীমান্ত বর্তী একটি মৃত সাগর। কোনও এক কালে এটা সাগরের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু পরে সাগরের সাথে সংযোগ অজানা কারনে বন্ধ হয়ে যায়। তারপরই এটার নাম হয় ডেড সি বা মৃত সাগর। এই সাগরের পানি এতটাই লবনাক্ত এবং ঘনত্ব বেশি যে, যে কেউ অনায়াসে ভেসে থাকতে পারে। এমনকি যে জীবনে সাতারও কাটতে জানতো না, সেও ডুবে যায় না! বিষ্ময়কর এই মৃত সাগরের ভিডিও নিচে দেয়া লিংক থেকে দেখে নিন।
No comments:
Post a Comment