NewsBar24-Tips-news For You

বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক , ফানি ভিডিও , ভাইরাল সংবাদ , বিনদন সংবাদ এবং অন্যান্য বিষয়ক টিপস এবং বিজ্ঞান এর সংবাদ দেয়া হবে শুধু আপনাদের জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন

Friday, May 12, 2017

ব্যাস্থ মহাসড়কে দুই বাসের ভয়ংকর পাল্লা, শেষ পরিনতি আরও ভয়ংকর। দুর্বলরা দেখা থেকে বিরত থাকুন!!

প্রতিনিয়ত বেড়ে চলেছে দুর্ঘটনার হার। প্রান হারাচ্ছে অসংখ্য মানুষ।  এসব দুর্ঘটনার জন্য দায়ী চল অদক্ষ চালক আর তাদের বেপরোয়া গতি। এত দুর্ঘটনা ঘটার পরও টনক নড়ছে না তাদের। বেপড়োয়া গাড়ি আর যখন ‍তখন ওভার টেকের কারনে ঘটছে দুর্ঘটনা। তেমনই এক ভয়ংকর বাসের পাল্লার ভিডিও দিলাম। ব্যাস্থ মহাসড়কে বাস দুটি মেতে উঠেছে মরন খেলায়। যার শেষ পরিনতি হল খুবই ভয়ংকর। যাদের হার্ট দুর্বল তাদেরকে না দেখার জন্য অনুরোধ করছি।


ব্যাস্থ মহাসড়কে দুই বাসের ভয়ংকর পাল্লা, শেষ পরিনতি আরও ভয়ংকর। দুর্বলরা দেখা থেকে বিরত থাকুন!!

No comments:

Post a Comment

>