আপনি কি ভূত-প্রেত বা অশুভ শক্তিতে বিশ্বাস করেন? আপনার কি মনে হয় যে আপনার বাড়িতে সব কিছু স্বাভাবিক নেই, কোনও এক অশুভ কিছুর উপস্থিতি কি আপনাকে তাড়া করে? কয়েকটি পরীক্ষা থেকে কিন্তু জানতে পারেন এমন কিছু আদৌ ঘটছে কিনা৷ হয়ে যেতে পারেন সাবধানও৷ তবে সবই বিশ্বাস-অবিশ্বাসের বিষয়৷ এ নিয়ে হাজার তর্ক-বিতর্ক রয়েছে৷ ইচ্ছে হলে একবার নিচের সহজ পরীক্ষাটি করে নিশ্চিন্ত থাকতে পারেন নিজের বাড়ি নিয়ে৷
১) একটি অক্ষত, পরিষ্কার কাঁচের গ্লাস নিন৷ তার গায়ে যাতে আপনার আঙুলের ছাপ না পড়ে তাই সেটি গ্লাভস পরে ধরুন৷
২) গ্লাসের এক তৃতীয়াংশ ভর্তি করুন সি সল্ট দিয়ে৷
৩) এরপর গ্লাসের আরও এক তৃতীয়াংশ ভর্তি করুন সাদা ভিনিগার দিয়ে, কিন্তু কোনওমতেই সি সল্টের সঙ্গে ভিনিগারটি মিশিয়ে দেবেন না৷
৩) এরপর গ্লাসের আরও এক তৃতীয়াংশ ভর্তি করুন সাদা ভিনিগার দিয়ে, কিন্তু কোনওমতেই সি সল্টের সঙ্গে ভিনিগারটি মিশিয়ে দেবেন না৷
৪) গ্লাসের বাকি অংশ পরিষ্কার জল দিয়ে পরিপূর্ণ করুন৷
৫) এবার এই গ্লাসটি বাড়ি ফাঁকা থাকা অবস্থায়, দিনের বেলা, সকলের অলক্ষ্যে এমন একটি জায়গায় রাখুন যেখানে আপনি নেগেটিভ এনার্জি অনুভব করছেন বলে মনে হয়৷
৮) টানা একদিন এভাবেই রেখে দিন৷ যদি দেখেন গ্লাসের জল পরিষ্কারই রয়েছে তাহলে ভয়ের কোনও কারণ নেই৷
৯) তবে একদিন পর যদি দেখে জলের রং-এ একটু হলেও পরিবর্তন এসেছে তাহলে, আরও একবার একই পরীক্ষা করুন বাড়ির অন্য কোন স্থানে গ্লাস রেখে৷ বারবার যদি জল রং পরিবর্তন করে তাহলে অশুভ শক্তি আপনার ধারেকাছে ঘোরাফেরা করলেও করতে পারে৷ তবে সমগ্র বিষয়টিই রহস্যে ঘেরা৷ তাই বিষয়টি নিয়ে তর্ক-বিতর্ক রয়েছেই৷
No comments:
Post a Comment