সমুদ্রের মৎস্য রক্ষায় সাহায্য করবে রোবট ছবিসূত্রঃ ইন্টারনেট
দিন যতই যাচ্ছে, পরিবেশবিদরা ততই চিন্তিত হয়ে পড়ছেন। এই চিন্তিত হবার কারণ হচ্ছে, আমাদের চারপাশ থেকে প্রাণীকূলের হারিয়ে যাওয়া। এদের বাঁচিয়ে রাখার একান্ত দায়িত্ব আমাদের কিন্তু এসব প্রাণীকে প্রকারান্তরে ক্ষতি কিন্তু আমরাই করছি।
সম্প্রতি ভয়েস অব আমেরিকার কিছু রিপোর্টে উঠে এসেছে কেমন করে এক স্থানের সামুদ্রিক প্রাণী অন্য স্থানের প্রাণীর উপর আঘাত করছে। এশীয় উপকূলের দিকে ক্যারিবীয় উপকূলের লায়ন ফিশ ধেয়ে আসছে কোরাল রীফ এবং এর আশেপাশে থাকা অন্যান্য সকল প্রাণীর ওপর। এমতাবস্থায় সাগরতটের নিচে গিয়ে এদের রক্ষা করবার দায়িত্ব রোবটকেই নিতে হচ্ছে।
রোবট সঞ্চালনা করে কেমন করে সামুদ্রিক প্রাণীদের রক্ষা করা যায়, তার একটি ভিডিও সম্প্রতি প্রকাশ করেছে ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ। ভিডিওতে দেখানো হয়েছে আক্রমণকারী মাছকে কেমন করে সুরক্ষিতভাবে বন্দী করে স্থানান্তর করা হচ্ছে।
ভিডিও টি নিচে দেয়া হল ঃ
No comments:
Post a Comment