NewsBar24-Tips-news For You

বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক , ফানি ভিডিও , ভাইরাল সংবাদ , বিনদন সংবাদ এবং অন্যান্য বিষয়ক টিপস এবং বিজ্ঞান এর সংবাদ দেয়া হবে শুধু আপনাদের জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন

Tuesday, April 18, 2017

যেসব শর্তে এখন বাংলাদেশিরা বিয়ে করতে পারবেন সৌদি নারীদের, জেনে নিন!


প্রবাসীরা শুধু সৌদী নারীদের বিয়ে করার সূযোগই পাচ্ছে না, এর সাথে তারা পেনশনসহ বেতন সুবিধা ভোগ করতে পারবেন। সৌদী আরবে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশী।সৌদী পুরুষরা একাধিক বিয়ে করলেও অবিবাহিত থেকে যাচ্ছেন অনেক নারী।
এমন পরিস্থিতিতে সৌদী কর্তৃপক্ষ প্রবাসীদের জন্য সৌদী নারীদের বিয়ে করার বিধি নিষেধ তুলে নিয়েছে অবশ্য এজন্য “স্পেশাল এক্সপ্যাক্ট” সিস্টেমে তাদেরকে আগে থেকেই নিবন্ধন করতে হবে।
প্রবাসীরা শুধু সৌদী নারীদের বিয়ে করার সূযোগই পাচ্ছে না, এর সাথে তারা পেনশনসহ বেতন সুবিধা ভোগ করতে পারবেন।
বিদেশী অভিবাসীদের জন্য সম্প্রতি এমনই সুখবর জানিয়েছে দেশটি। শনিবার আরব নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
সৌদির ইনস্যুরেন্সভিত্তিক একটি সংস্থার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিতে কোনো বিদেশী অভিবাসী যদি দেশটির কোনো নারীকে বিয়ে করেন তবে তিনি মাসিক বেতনসহ পেনশন পাবেন।
তবে তাদের বেতন সৌদি ৩ হাজার রিয়াল কিংবা তার চেয়ে কম হতে হবে।

    No comments:

    Post a Comment

    >