বয়স কত আর হবে, বারো কিংবা তেরো। এ বয়সেই সিনেমার নায়িকা বনে যাচ্ছেন টিভি বিজ্ঞাপনের মাধ্যমে পরিচিত পাওয়া পূজা চেরি রায়। তাও আবার যেই সেই ছবি নয়, একেবারে বাণিজ্যিক ছবি। নাম 'পোড়ামন-২'। আলোচিত ছবি 'পোড়ামন'-এর সিক্যুয়েল এটি।
এর আগে সাইমন ও মাহিয়া মাহিকে জুটি করে ছবিটি নির্মাণ করেছিলেন গুণী পরিচালক জাকির হোসেন রাজু।
এবার সিক্যুয়েলে এ তিনজনের কেউই থাকছে না। এতে মাহির স্থলে নায়িকা হিসেবে নেয়া হয়েছে পূজাকে। আর সাইমনের জায়গায় রোশন। পরিচালনা করবেন নতুন পরিচালক রাফিয়ান রাফি।
খোঁজ নিয়ে জানা গেছে, পূজা ২০১৬ সালে মিরপুর ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি পাস করেছে। এখন সে নবম শ্রেণীর ছাত্রী মাত্র। এ বয়সেই নায়িকা হয়ে উঠছে সে।
অনেকেই মনে করছেন ছবিটির গল্প হয়তো শিশুতোষ ঘরানার। তাই পূজাকে নেয়া হয়েছে। অন্যথায় এমন একটি আলোচিত ছবির সিক্যুয়েলে একটি বাচ্চা মেয়েকে নেয়ার কোনো যুক্তিযুক্ত কারণ নেই।
No comments:
Post a Comment