NewsBar24-Tips-news For You

বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক , ফানি ভিডিও , ভাইরাল সংবাদ , বিনদন সংবাদ এবং অন্যান্য বিষয়ক টিপস এবং বিজ্ঞান এর সংবাদ দেয়া হবে শুধু আপনাদের জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন

Wednesday, April 19, 2017

দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন জুকারবার্গ ও প্রিসিলা

দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন জাকারবার্গ ও প্রিসিলা
জুকারবার্গ-প্রিসিলা দম্পতি তাদের দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন।
 
বিশ্বব্যাপী জনপ্রিয় সোসাল মিডিয়া ফেসবুকের সিইও জাকারবার্গ গত বৃহস্পতিবার তার ওয়ালে এ ব্যাপারে একটি পোস্ট দেন। সেখানে তিনি এবং প্রিসিলার ছোটবেলার ৩২টি ছবি শেযার করেছেন তিনি।

জাকারবার্গ তার পোস্টে লিখেছেন, “আমি এমন একটি সুসংবাদ শেয়ার করতে পেরে আনন্দবোধ করছি যে, আমি এবং প্রিসিলা আবার একটি সন্তানের বাবা-মা হতে যাচ্ছি।
তিনি বলেন, তাদের প্রথম সন্তান ম্যাক্সিমার বয়স ১৫ মাস। ম্যাক্সিমার জন্মগ্রহণের সময় যে জটিলতা হয়েছিল তার কারণে শংকা ছিল দ্বিতীয় সন্তান নেওয়া তাদের পক্ষে আদৌ সম্ভব হকে কি না! কিন্তু সে সংশয় কাটিয়ে ম্যক্সিমার আরো একটি বোন পৃথিবীর আলো দেখবে।”

No comments:

Post a Comment

>