NewsBar24-Tips-news For You

বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক , ফানি ভিডিও , ভাইরাল সংবাদ , বিনদন সংবাদ এবং অন্যান্য বিষয়ক টিপস এবং বিজ্ঞান এর সংবাদ দেয়া হবে শুধু আপনাদের জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন

Thursday, April 20, 2017

শাকিবের প্রস্তাব মেনে নিয়েছেন অপু কিন্তু যে প্রশ্ন করলেন শাওন


আমি চাইব না, স্বাধীনভাবেও সে কাজ করুক। টাকার জন্য তার সিনেমা করার দরকার আছে বলে মনে হয় না। আমি ভরণ-পোষণ করাতে পারছি।' সম্প্রতি একটি জাতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।
এদিকে শাকিব খানের এই মন্তব্যের পর তার দিকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। তিনি ফেসবুকে শাকিবের বক্তব্যের রেশ ধরে লিখেন, 'আমি একটু বোকা কিসিমের বলিয়া একখানা প্রশ্ন মনে উঁকি মারিতেছে।আচ্ছা ওনার স্ত্রী যদি ঠিক মত ওনার ভরণ-পোষণ দেন, তাইলে কি উনি কাজ ছাড়িয়া দিবেন?
এদিকে শাকিব খান নিজের স্ত্রীকে গৃহিণী বানিয়ে রাখতে চাই বলে সমালোচনা শুরু হয়েছে। যদিও বিষয়টি মেনে নিয়েছে অপু। কিন্তু অপুর ভক্তরা যেন এ বিষয়টি মেনে নিতে পারছেন না। অপু আবার সিনেমায় অভিনয় করুক এমন চাওয়ার কথা ফেসবুকে জানাচ্ছেন অপু ভক্তরা।

No comments:

Post a Comment

>