NewsBar24-Tips-news For You

বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক , ফানি ভিডিও , ভাইরাল সংবাদ , বিনদন সংবাদ এবং অন্যান্য বিষয়ক টিপস এবং বিজ্ঞান এর সংবাদ দেয়া হবে শুধু আপনাদের জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন

Friday, April 21, 2017

মুখের ঘাম কমাতে চান?


ঘাম একটু বেশি হওয়া গরমের সময় স্বাভাবিক। তবে যখন এটি মুখে হয়, এর প্রভাব সৌন্দর্যের ওপর পড়ে। বেশি ঘাম ত্বককে চকচকে ও তৈলাক্ত করে তোলে। আর এটি দেখতে মোটেও সুখকর নয়। মুখের অতিরিক্ত ঘাম কমাতে কিছু বিষয় জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।    
১. ঠান্ডা পানি দিয়ে মুখ ধোন
ঘাম দূর করতে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন। গরমের সময় এই অভ্যাস মুখের অতিরিক্ত ঘাম কমাতে সাহায্য করবে।   
২. ট্যালকম পাউডার
ট্যালকম পাউডার শোষকের কাজ করে। এটি মুখের অতিরিক্ত ঘাম কমায়। গরমে ঘামের অস্বস্তি কমাতে মুখে সামান্য পাউডার ঘষে  লাগান।
৩. বরফ ব্যবহার
একটি পাতলা কাপড়ের মধ্যে আইস কিউব নিয়ে কয়েক মিনিট মুখের মধ্যে লাগান। এ পদ্ধতি মুখের ছিদ্রকে বন্ধ করে এবং খুব ভালোভাবে ঘাম প্রতিরোধ করে।
৪. শসার জুস
অতিরিক্ত ঘাম কমাতে সামান্য পরিমাণ শসার জুস সারা রাত মুখে মেখে রাখুন। এ পদ্ধতি গরমের সময় মুখের অতিরিক্ত ঘাম হওয়া কমাবে।
৫. তেলসমৃদ্ধ ত্বকের পণ্য এড়িয়ে চলুন
তেলসমৃদ্ধ ক্রিম, মেকআপ ইত্যাদি মুখের অতিরিক্ত ঘাম হওয়ার সমস্যা বাড়িয়ে তোলে। ত্বকের এই পণ্য ছিদ্রকে ব্লক করে দিতে পারে এবং ময়লা তৈরি করতে পারে। এতে মুখে বেশি ঘাম হয়। তাই গরমের সময় এ ধরনের পণ্য এড়িয়ে চলুন।
৬. মেকআপ কম করুন
গরমের সময়টায় মেকআপ একটু কম ব্যবহারের চেষ্টা করুন। হালকা মেকআপ ত্বককে সতেজ ও স্বাস্থ্যকর দেখাতে সাহায্য করবে।

English :-

Sweat is a bit hot during normal. But when it is in the mouth, its effect falls on the beauty. More sweating makes the skin shiny and oily. And it is not pleasant at all to see it. Boldsky, a lifelong website, has said some issues to reduce excessive sweating of the face.

1. Wash face with cold water

Give away the cold water in the face to remove sweat. This practice will help reduce excess sweating in the face during the summer.

2. Tallakom Powder

Tolkum powder works as a drying agent. It reduces the sweating of the mouth. To reduce the discomfort of sweating in the heat, add a little powder to the face.

3. Use ice

Put ice cubes in a thin cloth for a few minutes. This method closes the mouth pores and prevents sweating very well.

4. Groceries

To reduce excessive sweating, put a little amount of sauce juice on your face all night. This method will reduce the excessive sweating of the face during the summer.

5. Avoid oil-rich skin products

Oil-rich cream, makeup, etc. increases the problem of excessive sweating. This product of the skin can block the hole and create dirt. It is more sweaty face. So avoid such products during the summer.

6. Make makeup less

Try to make a little less makeup during the summer. The light makeup will help to make the skin look fresh and healthy

No comments:

Post a Comment

>