NewsBar24-Tips-news For You

বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক , ফানি ভিডিও , ভাইরাল সংবাদ , বিনদন সংবাদ এবং অন্যান্য বিষয়ক টিপস এবং বিজ্ঞান এর সংবাদ দেয়া হবে শুধু আপনাদের জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন

Wednesday, April 19, 2017

ফেসবুক ব্যবহারে দ্বিতীয় শীর্ষ শহর ঢাকা

ফেসবুক ব্যবহারে দ্বিতীয় শীর্ষ শহর ঢাকা
ফেসবুক ব্যবহারের দিক থেকে বিশ্বের শীর্ষ শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। এখানে ২ কোটি ২০ লাখের বেশি মানুষ সক্রিয়ভাবে ফেসবুক ব্যবহার করছেন। 
 
প্রথম স্থান দখল করেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। সক্রিয়ভাবে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা এখানে তিন কোটি।  ঢাকার পরে জাকার্তা ও মেক্সিকো সিটি
 
সোস্যাল মিডিয়া গবেষণা প্রতিষ্ঠান ‘উই আর সোস্যাল’ও ‘হুট সুইট’ এই জরিপ কাজ পরিচালনা করে। বিশ্বের ২৩৯ দেশের ডিজিটাল পরিসংখ্যান ও প্রবণতার বিষয়ে জরিপ চালিয়ে প্রতিষ্ঠান দুটি এই রিপোর্ট প্রকাশ করে।
 
জানুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, সক্রিয় ফেইসবুক ব্যবহারকারীর তালিকায় ঢাকা তৃতীয় অবস্থানে থাকলেও এপ্রিলে তা দ্বিতীয় অবস্থানে উঠে আসে।
 
দেশ ক্যাটাগরিতে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।  দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, তৃতীয় ব্রাজিল, চতুর্থ ইন্দোনেশিয়া ও পঞ্চম মেক্সিকো। 
 
 
ইত্তেফাক/ইউবি

No comments:

Post a Comment

>