১৬ এপ্রিল ছিল চার্লি চ্যাপলিনের জন্মদিন। এ কারণেই তাঁর ভক্তদের এই আয়োজন। অনেকের নিশ্চয়ই মনে পড়ে যাবে, মৃত্যুর আগের (১৯৭৭ সালের ২৫ ডিসেম্বর) ২৫ বছর চার্লি চ্যাপলিন সুইজারল্যান্ডের এই বাড়িতেই ছিলেন।
১৯০৯ সাল পর্যন্ত তিনি ছিলেন যুক্তরাজ্যে। ১৮৯৪ সালেই মাত্র পাঁচ বছর বয়সে গান গাওয়ার জন্য মঞ্চে উঠেছিলেন। গায়িকা মায়ের কণ্ঠে সমস্যা ছিল বলেই তাঁর বদলে উঠেছিলেন মঞ্চে।
চলচ্চিত্রকার, অভিনেতা হিসেবে তাঁর অর্জন আকাশছোঁয়া। চলচ্চিত্রপ্রেমী সবাই সে কথা জানে। দ্য কিড, এ ওম্যান অব প্যারিস, দ্য গোল্ড রাশ, সিটি লাইটস, মডার্ন টাইমস, দ্য গ্রেট ডিকটেটর চ্যাপলিনের অনন্য চলচ্চিত্রযাত্রার কিছু উদাহরণ মাত্র।
গত বছরের ১৭ এপ্রিল সুইজারল্যান্ডে চ্যাপলিনের স্মৃতির উদ্দেশে ‘চ্যাপলিনস ওয়ার্ল্ড’ জাদুঘরটির উদ্বোধন হয়। দিনটিকে স্মরণ করে চার্লির পোশাকে ৬৬২ জন নারী, পুরুষ, শিশু তৈরি করেন একটি মানবতারা। ‘ভবঘুরে’ মানুষের বেশে সবচেয়ে বড় সমাবেশ হিসেবে তাঁরা এই আয়োজনকে আখ্যায়িত করেছেন।
No comments:
Post a Comment